প্রশ্ন: বাংলাদেশ বিমান সংস্থার নাম কী?
উ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ৪ জানুয়ারি ১৯৭২।
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমান নাম কি?
উত্তর: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ার লাইন্স কবে থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিমিটেডে রূপান্তরিত হয়?
উ: ২৩ জুলাই, ২০০৭ সালে।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের 'প্রতীক' কী?
উ: বলাকা।
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রতীক 'বলাকা'র ডিজাইনার কে?
উত্তর: শিল্পী কামরুল হাসান।
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইনহাউস জার্নাল-এর নাম কি?
উত্তর: বলাকা।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের লোগো পরিবর্তন করা হয় কবে?
উ: ৩ ফেব্রুয়ারি, ২০১০ সালে।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট কবে চালু হয়?
উ: ৫ মার্চ, ১৯৭২।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট কোনটি?
উ: ঢাকা-লন্ডন-ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট কবে চালু হয়?
উত্তর: ৫ মার্চ, ১৯৭২ সালে (ঢাকা-চট্টগ্রাম)।
প্রশ্ন: কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর কখন চালু হয়?
উত্তর: ৪ সেপ্টেম্বর ১৯৮০।
প্রশ্ন: কুর্মিটোলা আন্তর্জাতিক বিমান বন্দরের নাম কবে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করা হয়েছিল?
উত্তর: ১৯৮১ সালে (১৫ ফেব্রুয়ারি ২০১০ বর্তমান নামকরণ করা হয়)।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান বিমান বন্দর কোনটি?
উ: হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমান বন্দর।
প্রশ্ন: সিলেট ওসমানী বিমানবন্দর কবে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপলাভ করে?
উত্তর: ১৫ মে ১৯৯৯।
প্রশ্ন: ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয় কত সালে?
উ: ১৯৮০ সালে।
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তর কোথায়?
উত্তর: বলাকা ভবন, কুর্মিটোলা, ঢাকা।
প্রশ্ন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা কতটি?
উত্তর: ২১টি।
প্রশ্ন: বাংলাদেশে বেসরকারি খাতে হেলিকপ্টার চালানোর অনুমোদন দেয়া হয় কবে?
উত্তর: ১৬ আগস্ট ১৯৯৩।
প্রশ্ন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের স্থপতি কে?
উত্তর: লারোস।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের শ্লোগান কী?
উ: আকাশে শান্তির নীড় বা Your Home in the Air.
প্রশ্ন: বাংলাদেশ বিমান কোন কোন মহাদেশে যায়?
উ: এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা।
প্রশ্ন: আভ্যন্তরীণ রুটে বেসরকারি খাতে প্রথম বিমান চালু হয় কত সালে?
উ: ১৯৯৫ সালে।
প্রশ্ন: অ্যারো বেঙ্গল এয়ার লাইন্সের প্রথম ফ্লাইট কবে, কোথায় চালু হয়?
উ: ১৭ জুলাই, ১৯৯৫ সালে, ঢাকা-বরিশাল।
প্রশ্ন: এয়ার লাইনার কী?
উ: যাত্রীবাহী বৃহৎ বিমান।
প্রশ্ন: ককপিট কী?
উ: বিমানের সম্মুখভাগে বিমান চালকের বসার স্থান।
প্রশ্ন: বাংলাদেশ বিমান সংস্থা কবে গঠিত হয়?
উ: ৪ জানুয়ারি, ১৯৭২ সালে।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রথম আভ্যন্তরীণ ফ্লাইট কবে চালু হয়?
উ: ৫ জানুয়ারি, ১৯৭২ (ঢাকা-চট্টগ্রাম)।
প্রশ্ন: বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কতটি?
উ: ৩টি (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট)।
প্রশ্ন: বাংলাদেশের কোন কোন স্থানে অভ্যন্তরীণ বিমান বন্দর রয়েছে?
উ: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, বরিশাল, যশোর, রাজশাহী ও সৈয়দপুর।
প্রশ্ন: STOL এর পূর্ণররূপ কী?
উত্তর: Short Take-off and Landing |
প্রশ্ন: বাংলাদেশে বেসরকারি হেলিকপ্টার সার্ভিস চালু হয় কবে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৯৯।
প্রশ্ন: 'অ্যারোবেঙ্গল এয়ারলাইনস' প্রতিষ্ঠিত কবে?
উত্তর: ১৬ জুলাই ১৯৯৫।
প্রশ্ন: 'অ্যারোবেঙ্গল এয়ারলাইনস'-এর যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ১৭ জুলাই ১৯৯৫।
প্রশ্ন: BTTB-এর পূর্ণরূপ কি?
উত্তর: Bangladesh Telegraph and Telephone Board.
প্রশ্ন: BTCL-এর পূর্ণরূপ কি?
উত্তর: বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড।
প্রশ্ন: বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (BTCL) কবে যাত্রা শুরু করে?
উত্তর: ১ জুলাই ২০০৮।
প্রশ্ন: বিটিসিএল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ইস্কাটনে।
প্রশ্ন: বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিডেট (BSCCL) কবে গঠিত হয়?
উত্তর: ১ জুলাই ২০০৮।
প্রশ্ন: BSCCL-এর পূর্ণরূপ কি?
উত্তর: বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।
প্রশ্ন: টেলিফোন শিল্প সংস্থা (TSS) লিমিটেড প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৬৭ সালে।
প্রশ্ন: চট্টগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হয় কবে?
উ: ২৭ অক্টোবর, ১৯৯২।
প্রশ্ন: প্রথম বেসরকারি বিমান সংস্থা কোনটি?
উ: অ্যারো বেঙ্গল এয়ার লাইন্স।
প্রশ্ন: বেসরকারি খাতে এয়ার পারাবাত চালু হয় কবে?
উ: ১৯৯৭ সালে।
প্রশ্ন: এয়ার লাইন কী?
উ: বিমান চলাচলের জন্য নির্দিষ্ট পথ।
প্রশ্ন: বোয়িং ৭৪৭ কি?
উ: সর্বাধিক যাত্রীবহনকারী ক্ষমতাসম্পন্ন যাত্রীবাহী বিমান।
প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট কে?
উ: কানিজ ফাতেমা রোকসানা।
প্রশ্ন: টেলিফোন শিল্প সংস্থা লিমিটেডের সদর দপ্তর কোথায়?
উত্তর: টঙ্গী, গাজীপুর।
প্রশ্ন: TSS-এর পূর্ণরূপ কি?
উত্তর: Telephone Shilpa Sangstha (TSS) Ltd.
প্রশ্ন: TIC-এর পূর্ণরূপ কি?
উত্তর: Telephone Industries Corporation.
প্রশ্ন: টেলিটক বাংলাদেশ লিমিটেড কবে কার্যক্রম শুরু করে?
উত্তর: ৩১ মার্চ ২০০৫।
প্রশ্ন: বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (BCSL) কোথায় অবস্থিত?
উত্তর: খুলনা।
প্রশ্ন: BCSL-এর পূর্ণরূপ কি?
উত্তর: Bangladesh Cable Shilpa Limited.
প্রশ্ন: BTRC-এর পূর্ণরূপ কি?
উত্তর: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।